Site icon janatar kalam

অক্টোবরে শুরু হতে চলেছে তিনদিন ব্যাপী নীরমহল জল উৎসব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ঐতিহ্যবাহি নীরমহল জল উৎসবকে সফল করে তুলতে মেলাঘর পুর পরিষদের কনফারেন্স হলে সম্প্রতি এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সোনামুড়া পুর পরিষদের চেয়ারপার্সন অনামিকা ঘোষপাল (রায়)। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ, সিপাহীজলা জিলা পরিষদের সহকারী সভাধিপতি পিন্টু আইচ, সোনামুড়া মহকুমার মহকুমা শাসক মানিকলাল দাস এবং বিভিন্ন দপ্তরের জেলা, মহকুমা ও ব্লক স্তরের আধিকারিকগণ। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ৬-৮ অক্টোবর তিনদিন নীরমহল ফল উৎসব রাক্তঘাট মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে। উৎসবে রাজ্য ও বহিঃরাজ্যের শিল্পীগণ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। তাছাড়াও নৌকা বাইচ প্রতিযোগিতা, শঁতার প্রতিযোগিতা, মনসামঙ্গল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Exit mobile version