শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী রয়েল ত্রিপুরা এক্সপো মেলা
Jan. 12, 2021, 6:21 p.m.
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হবে দ্য রয়েল ত্রিপুরা এক্সপো মেলা। এ মেলা চলবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত। মেলা অনুষ্ঠিত হবে প্রগতি স্কুল মাঠে। মেলার শুভ উদ্বোধন করবেন বিধায়ক সুরজিৎ দত্ত। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টিআইডিসি চেয়ারম্যান টিংকু রায়, টি আর টি সি চেয়ারম্যান দীপক মজুমদার। মেলায় শাড়ি, জুয়েলারি, চাদড় এবং জিম সামগ্রী তুলে ধরা হবে। বহি রাজ্য থেকে বহু ব্যবসায়ী মেলায় অংশগ্রহণ করবে বলে মঙ্গলবার প্রগতি স্কুল মাঠে সাংবাদিক সম্মেলন করে জানান মেলা কমিটির সদস্য সুজিত সাহা। তিনি আরো জানান ১৫ দিনব্যাপী মেলা সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। মেলায় ৪৮ টি স্টল বসবে। এছাড়া উপস্থিত ছিলেন জওহর উদ্দিন।