মন্ত্রীত্ব পদ ফিরে পাচ্ছেন সুদীপ, নির্বাচনী সভাপতি হিসাবে দায়িত্ব পেতে চলছেন রাম প্রসাদ পাল
Jan. 6, 2021, 2:35 p.m.
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- কিছুদিন পূর্বে রাজ্য সরকারের সংস্কারপন্থীরা বর্তমান রাজ্য সরকারের পরিস্থিতির নিরিখে দিল্লীতে গিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের নেতৃত্বদের সাথে কথা বলার জন্য। তারপর সে বিষয়ে ক্ষতিয়ে দেখার জন্য রাজ্যে এসেছিলেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের নবনিযুক্ত প্রভারী বিনোদ সোনকর। সেদিন তিনি প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য রাজনীতির পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছেন। কিন্তু তারপরও রাজ্য সরকারের সংস্কারপন্থী বিধায়করা বারংবার দীল্লিতে গিয়েছেন। সেখানে কেন্দ্রীয় নেতৃত্বদের সাথে কথা বলেন, সেটারই ফল কিংবা ঐতিহাসিক বিষয় রাজ্য রাজনীতিতে বলা যেতে পারে কেননা সুত্রের খবর অনুযায়ী জানা যায় বিধায়ক সুদীপ রায় বর্মন ফিরে পেতে চলছেন হারানো মন্ত্রীত্ব পদ, শুধু তাই নই বিপ্লব দেবের কাছ থেকে কেড়ে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বভার সুদীপের কাধে পড়তে চলছে বলে সুত্রে জানা যায়। তাছাড়া অন্যদিকে রাজ্যে আসন্ন দুদুটি নির্বাচনকে সামনে রেখে অস্থায়ী বিজেপি সভাপতি হিসেবে নির্বাচনের দায়িত্বভার কাধে নিতে চলছেন রাজ্য সরকারের বিধায়ক রামপ্রসাদ পাল। রাজ্য রাজনীতিতে এধরনের ঐতিহাসিক রদবদলে কতটুকু প্রভাব বিস্তার করতে পারবে রাজ্য সরকার সেটাই এখন দেখার বিষয়।